সিন্দুকছড়ি ইউনিয়ন বিএনপি’র মাতৃভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ
বিএম.বাশার: গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সোমবার ২১শে ফেব্রুয়ারী ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হন বাংলার দামাল ছেলেরা। সেই থেকে পালিত হয় ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ভাষা দিবস।
শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিএনপি পরিবার পুষ্পমাল্য অর্পণ করেন ০৮:৩০ মিনিটে এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার, যুবদলের আহ্বায়ক জালাল হোসেন রিপন, সদস্য সচিব রাসেল রানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, খাইরুল ইসলাম। সাধারণ সম্পাদক,লাব্রে মারমা সহ আরো অন্যান্য ছাত্রদল, কৃষকদলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।