সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমার অগ্রিম ঈদ শুভেচ্ছা

 সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমার অগ্রিম ঈদ শুভেচ্ছা

বিএম.বাশার, গুইমারা: মহান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুইমারা, সিন্দুকছড়ি সহ সারাদেশের শ্রমজীবি মানুষদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিন্দুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান, বাবু রেদাক মারমা।

দেশের সকল শ্রেণীর পেশাজীবী মানুষকে ভালোবেসে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মানুষের আশির্বাদে আমি দুই বার চেয়ারম্যান হয়েছি। ব্যক্তিগত ভাবে মানবিক দৃষ্টি থেকে নিজের এলাকা সহ বিশ্বের সকল মানব জাতির সুখ,শান্তি, সমৃদ্ধির জন্য কল্যাণ কামনা করি।

মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের শুভেচ্ছা থেকে আমাদের অঙ্গীকার হোক জাত ভেদাভেদ ভুলে হিংসা, বিদ্বেষ, হানাহানি ধুয়ে মুছে জীবনের ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, শিক্ষা, সহানুভূতি এবং মানবতার মহামিলনের এক সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার। এজন্য দরকার সকলের ঐক্যবদ্ধ হয়ে সমঝোতা পূর্ণ ভালোবাসার অংশ বিশেষ দেশ ও সমাজ গঠনের জন্য কাজ করা। ভালো থাকুক পৃথিবীর সকল মানব জাতি শুভ কামনা রইলো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post