গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২৪ আগষ্ট রবিবার পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জি।
সভায় উপস্থিত ছিলেন, এডভোকেট মঞ্জিলা ঝুমা জেলা পরিষদের সদস্য, তহিদুল ইসলাম রুবেল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানিকছড়ি, সাইফুল ইসলাম সোহাগ সভাপতি গুইমারা উপজেলা বিএনপি, এনামুল হক এনাম সভাপতি মানিকছড়ি উপজেলা বিএনপি, মাগফার হোসেন সভাপতি গুইমারা উপজেলা ইসলামিক আন্দোলন, মোঃ সাহা আলম প্রিন্সিপাল গিরিমৈত্রী ডিগ্রী কলেজ মানিকছড়ি, মোঃ দুলাল হোসেন সাধারণ সম্পাদক গুইমারা উপজেলা প্রেসক্লাব, মোঃ মোকতাদের হোসেন সাংবাদিক মানিকছড়ি প্রেসক্লাব, এসআই মোঃ আজিম মানিকছড়ি থানা, এসআই উত্তম কুমার গুইমারা থানা, মোঃ কামরুল হাসান অধিনায়ক গচ্ছাবিল আনসার ব্যাটালিয়ন, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দলের নেতাকর্মী, চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান,কারবারি, সাংবাদিক, বাজার কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি বলেন, পাহাড়ে সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, অবৈধ বালু উত্তোলন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের অনিয়ম, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর নামে অপপ্রচারের ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।