সিন্দুকছড়ি জোন কর্তৃক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট বই প্রধান
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সিদুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে সিন্দুকছড়ি জোন বাংলাদেশ সেনাবাহিনী।
৪জানুয়ারি বৃহস্পতিবার সিন্দুকছড়ি জোনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট এবং বই প্রদান করেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ।
এসময় জোন কমান্ডার সকল ছাত্র-ছাত্রীকে স্বাস্থ্য বিধি মেনে ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্দীপনামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।