সিন্দুকছড়িতে এক ভূমিদস্যু‘র বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি: গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে মামলাবাজ ও ভূমিদস্যু মোহাব্বত এবং তার স্ত্রী মহিফুল বেগমের বিরুদ্ধে মনববন্ধন করেছে ভুক্তভোগীরা। সোমবার দুপুরে সিন্দুকছড়ি বাজারে এ মানববন্ধনের আয়োজন করে, মোহাব্বত ও তার স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ ভোক্তভোগি জনসাধারণ।
মানববন্ধনে ভোক্তভোগিরা অভিযোগ করেন, মোহব্বত ও তার স্ত্রী মিলে সিন্দুকছড়ি এলাকায় অন্তত অর্ধশত অসহায় মানুষের ভুমি দখল করে রেখেছে। প্রত্যেকের নিজস্ব দলিল থাকা সত্তেও কেউ তাদের জায়গায় যেতে পারেনা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত স্থানীয়দের মামলা হামলা করে হয়রানি করে আসছে ভুমিদস্যু মোহাব্বত ও তার পরিবার। তাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে আকুতি জানিয়েছেন স্থানীয়রা। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি সহ অনন্ত ২শতাধিক জনসাধারন অংশ নেন।