সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় ও নিরাপত্তা সভা
স্টাফ রিপোর্টার:খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোন সদরে মাসিক মতবিনিময় ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জোন সদর দপ্তরে আয়োজিত মাসিক মতবিনিময় সভা ও নিরাপত্তা সম্মেলনে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান বলেন, পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে, পাহাড়ে আজ উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। এ ধারা অব্যহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা সম্প্রীতি ও উন্নয়নে বাঁধাগ্রস্থ করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ আরিফ আহমেদ চিশতী, জোন উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বী, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাঈন উদ্দিন ও মেমং মারমা’সহ গুইমারা, রামগড়, এবং মানিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।