সিন্দুকছড়ি জোনে সেনাবাহিনীর আইন শৃংখলা মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিন্দুকছড়ি জোনে সেনাবাহিনীর আইন শৃংখলা মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারা প্রতিনিধি: গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ

মানিকছড়িতে ইউএনওকে বিদায় সংবর্ধনা ও নবাগত স্কুল সভাপতিকে বরণ
মাটিরাঙ্গার গোমতিতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ভিজিএফ’র অর্থ বিতরণ
মানিকছড়িতে অপহরনের পর ধর্ষন, আটক ১

গুইমারা প্রতিনিধি: গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন উপ অধিনায়ক মেজর সরোয়ার জাহান পিএসসি, জি। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রসিদ, সিন্দুকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার।

এসময় বক্তারা বলেন, সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন, জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।