• July 27, 2024

সীমান্ত রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করছে বিজিবি

 সীমান্ত রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করছে বিজিবি

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পরিচালিত রংতুলি একাডেমিতে ৪ফেব্রুয়ারি শনিবার বিকাল সাড়ে ৬টায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক বাদ্যযন্ত্র (হারমনি এক সেট, তবলা এক সেট এবং জিপসি দুইটি) প্রদান করেন। রামগড় বিজিবি জোন কমান্ডার লে, কর্ণেল হাফিজুর রহমান পিএসসি প্রধান অতিথি থেকে উক্ত বাদ্যযন্ত্র প্রদান করেন।

এসময় রংতুলি একাডেমি’র পরিচালক ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাসহ বসবাসরত পাহাড়ী ও বাঙ্গালী অসহায় দুঃস্থদের জীবনমান উন্নয়নে পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে ও কাজ করছে বিজিবি। ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে এবং এ ধারাবাহিকতায় সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করার লক্ষে স্থানীয় রংতুলি একাডেমির শিল্পী কলাকৌশলীদের এগিয়ে আসার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি’র সহকারী পরিচালক রাজু আহমেদ, অংকন শিক্ষক রতন মহুরীসহ অভিভাবক, শিল্পী কলাকৌশলী বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post