সুখবিলাস পূর্ব পাড়া পিপল্স ইসলামিক একাডেমিক মাদ্রাসা উদ্বোধন

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস পূর্বপাড়া গ্রামে পিপল্স ইসলামিক একাডেমিক মাদ্রাসা উদ্বোধন ও মিলাদ মাহফিল গ

মাইজভান্ডারী ত্বরিকা ইসলামের আদর্শ ও সংস্কৃতির মেল বন্ধনের চূড়ান্ত আধ্যাত্মিক রূপ
খাদেম জিন্নত আলীর ইন্তেকালে শোক প্রকাশ
চট্টগ্রামে ডাকাত চক্রের ১১ সদস্য আটক

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস পূর্বপাড়া গ্রামে পিপল্স ইসলামিক একাডেমিক মাদ্রাসা উদ্বোধন ও মিলাদ মাহফিল গতকাল নবনির্মিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত মাদ্রাসা শুভ উদ্বোধন করেন আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও সুখবিলাস ফিসারীজ এন্ড প্যান্টেশনের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কবির তালুকদার, বেসরকারি সংস্থা কোয়ান্টাম এর পরিচালক মোঃ সাইফুর রহমান জুয়েল, রাজস্থলী উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল হক, সুখবিলাস ইসলামী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ ফারুক, মাওলানা মোঃ শাহ আলম জিহাদী, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিপল্স ইসলামিক একাডেমিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ ইদ্রিছ।

বক্তব্য রাখেন সুখবিলাস পূর্ব পাড়া যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহৎ কাজে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি মাদ্রাসাটির মহিলা ছাত্রীদের জন্য ৪টি সেলাই মেশিন প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।