• July 16, 2024

সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে- মহালছড়ি জোন কমান্ডার

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি উপজেলার মাইসছড়ি চাইল্ড কেয়ার মডেল স্কুলে বিজ্ঞানাগারের সরঞ্জাম বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। সবার মাঝে দেশ প্রেম থাকতে হবে।

৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুলের সহকারী শিক্ষক  মো: ওয়াহিদ উল্লাহ’র সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়  স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা ও পরিচালনা কমিটির সদস্য মো: জাহাঙ্গীর আলম প্রমূখ। আলোচনা শুরুর আগে প্রধান অতিথি চাইল্ড কেয়ার মডেল স্কুলের পরিচালনা কমিটির হাতে বিজ্ঞান সামগ্রী তুলে দেন।

আলোচনায় প্রধান অতিথি আরো বলেন, সেনাবাহিনী শিক্ষার মানোন্নয়নসহ যে কোন উন্নয়ন মূলক কাজে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি। প্রধান শিক্ষক বলেন, শিক্ষা ব্যতীত কোন জাতি উন্নতি করতে পারেনা। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এরই ধারাবাহিকতা বজায় রেখে শত প্রতিকুলতার মধ্যেও চাইল্ড কেয়ার মডেল স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। গুরুত্বপূর্ণ সময়ে বিজ্ঞান সামগ্রী বিতরন করে মহালছড়ি জোন অধিনায়ক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আলোচনা শেষে প্রধান অতিথি রচনা ও  চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post