ফটিকছড়ি প্রতিনিধি: নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব সুয়াবিল আ'লা হযরত স্মৃতি সংসদ'র ব্যবস্হাপনায় শীতবস্ত্র বিতরণ হয়েছে। সোমবার পূর্ব সুয়াবিল সৈয়দ প
ফটিকছড়ি প্রতিনিধি: নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব সুয়াবিল আ’লা হযরত স্মৃতি সংসদ’র ব্যবস্হাপনায় শীতবস্ত্র বিতরণ হয়েছে।
সোমবার পূর্ব সুয়াবিল সৈয়দ পাড়া জামে মসজিদ মাঠ প্রঙ্গণে সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মোঃ আলমগীর’র সভাপতিত্বে সৈয়দ মুহাম্মদ দায়েম উল্লাহ্’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ মফিজুল হক, সৈয়দ মুহাম্মদ নূরুল আমিন, সৈয়দ মুহাম্মদ সেলিম উদ্দীন, কাজী সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন, সৈয়দ মুহাম্মদ তৌহিদ, ডাঃ মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ মারুফুল হক বিবলু, জহুর, ফোরকান, হাসান, নাসির, জয়নাল, জোবায়েদ, শাহদাত, রবিউল, বাবর, কাউছার, হৃমন, রাকিব, সাকিব, আকবর সহ প্রমুখ।