• December 9, 2024

সেনাবাহিনীর মহালছড়ির ক্যায়াংঘাটে কম্বল বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী। ৮ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ক্যায়াংঘাট ইউনিয়নের তবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি’র উপস্থিতিতে ২ শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে এ কম্বল বিতরন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ^জিত চাকমা ও ইউপি মেম্বার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি বলেন, এলাকায় পাহাড়ি-বাঙ্গালী অনেক বৃদ্ধ-বৃদ্ধা ও গরীব লোক আছে যারা অর্থের অভাবে শীতের কাপড় কেনা সম্ভব হয়না। কনকনে শীতে প্রচুর কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়। এ সমস্ত মানুষের কথা চিন্তা করে মহালছড়ি জোনের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহালছড়ি জোনের আওতাধীন সকল গরীব এলাকার জন্য এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post