সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীছড়ির দুর্গম ভোট কেন্দ্রে ব্যালট ও সরঞ্জাম গেলো হেলিকপ্টারে
মোবারক হোসেন: লক্ষ্মীছড়ির দুর্গম এলাকার ২টি কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ব্যালট পেপার, ব্যালট ব´, সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাবতীয় সরঞ্জামাদি পাঠানো হলো সেনাবাহিনীর সহযোগীতায় বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে।
২৮ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদরে অবস্থিত হেলিপ্যাড হতে তাদের তুলে নেয়া হয়। ভোটের ২দিন আগেই নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনায় “ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সোনাবাহিনী ২৪ পদাতিক গুইমারা রিজেয়নের অধীনে ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে সেনা এভিয়েশনের হেলিকপ্টারের সহায়তায় শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়।
এসময় সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোট কেন্দ্র হলো ১১টি। ভোট কক্ষ ৩৬টি। দুর্গম ২টি কেন্দ্রে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বেেিশষ হেলিকপ্টারে নির্বাচনী সরজ্ঞাম পৌছে দেয়া হলো। কেন্দ্র ২টির সাথে উপজেলা সদরের সাথে কোনো সড়ক যেগাযোগ ব্যবস্থা নেই, এমনকি পায়ে হাটার রাস্তাও উন্নত নয়। যে কারণে হেলিকপ্টারের সহায়তা নেয়া হয়েছে। এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, গুইমারা রিজিয়নের জিটু মেজর মইনুল আলম, লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টায় উপজেলা নির্বাচন অফিস ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ব্যালট পেপার, ব্যালট ব´ ও অনান্য যাবতীয় সরঞ্জাম গ্রহণ করেন স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ। পরে গাড়ি যোগে বিজিবির সদস্যরা বিশেষ নিরাপত্তা দিয়ে হেলিপ্যাডে পৌছে দেয়া হয়।
সহকারি রির্টানিং অফিসার জাহিদ ইকবাল সাংবাদিকদের আরো জানান, উক্ত কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ছাড়াও ২জন সহকারি প্রিসাাইডিং অফিসার, ৪জন পোলিং অফিসারসহ পুলিশ ৩জন, আনসার ভিডিপি ৮জন, মহিলা ভিডিপি ৪জন নির্বাচনী কাজে দায়িত্বে থাকবেন। এছাড়া অতিরিক্ত নিরাপত্তা হিসেবে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে বলে তিনি জানান। উক্ত ২টি কেন্দ্রে ভোটার সংখ্যা হলো শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ৯৩০জনজন। পুরুষ ভোটার ৪৮৪ এবং মহিলা ভোটার ৪৪৬জন। অপরটি হলো বর্মাছড়ি ইউনিয়নে ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ৯৫৫ জন। পুরুষ ভোটার ৫১৩ এবং মহিলা ভোটার ৪৮২জন। দুর্গম ২টি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অন্যান্য প্রশাসনিক সহায়তাও নিশ্চিত করবে সেনাবাহিনী।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার কিরন বিকাশ চাকমা জানান, লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ১৮ হাজার ২’শ ৯৯ জন।