স্টাফি রিপোটার: কঠিন চীবর দান উৎসব ২০২৫ উপলক্ষে কুশি নগর বন বিহার- এ লক্ষীছড়ি জোন কর্তৃক আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার কঠিন চীবর দান সব উৎসব উপলক্ষে কুশি নগর বন বিহারকে লক্ষীছড়ি জোন কর্তৃক আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোনের জেডএসও মেজর সাদ বিন সাঈদ । অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে। তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ ও ধর্মীয় ব্যক্তিবর্গ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে।