• April 24, 2025

সেনা জোনে মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান

 সেনা জোনে মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

১৪ অক্টোবর সোমবার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোন সদরে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, সিসি ক্যামেরা, স্থানীয় ক্লাবে ফুটবল ও জার্সি, দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, গরিব ছাত্র ছাত্রীদের মাঝে বই ও মহাগ্রন্থ আল কুরআনসহ অন্যান্য সামগ্রী প্রদান করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি ও জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি।

জোন কমান্ডার উপস্থিত সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরকে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন এবং‌ পাহাড়ের সকল ধরনের অপশক্তি প্রতিহত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post