• July 27, 2024

সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় খাগড়াছড়িতে পিবিসিপি’র নিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি: গত রোববার রাঙ্গামাটির রাজস্থলীতে টহলরত সেনাবাহিনীর উপর উপজাতীয় সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার (১৯আগষ্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বার্তায় এ নিন্দা জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে পিবিসিপি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ আসাদ উল্লাহ বলেন, দেশের গৌরব সেনাবাহিনীর উপর হামলার ধৃষ্টতা দেখিয়ে উপজাতীয় সন্ত্রাসীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে; যা ক্ষমার অযোগ্য। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজাতী সন্ত্রাসীরা একের পর এক হত্যাকান্ড ঘটালেও প্রশাসন তাদের বিচার করতে ব্যর্থ হচ্ছে, যার ফলে সন্ত্রাসীরা ক্রমাগত বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে এসব সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি মোকাবেলায় সরকার বেসামাল হয়ে যাবে।

নেতৃবৃন্দরা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বানানোর প্রচেষ্টা, পাহাড় থেকে বাঙ্গালী অপসারণের দাবি, পাহাড় থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার, টহলরত সেনাবাহিনীর উপর হামলা, ভারতের ত্রিপুরা রাজ্যে পার্বত্য অঞ্চলকে ভারতের অবিচ্ছেদ্য অংশ দাবি করে সমাবেশ করা জুম্মল্যান্ড বাস্তবায়ন চেষ্টার ধারাবাহিকতার অংশ। তাই এ ধরণের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তরা। অন্যথায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় পার্বত্য অঞ্চলসহ দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নেতারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post