• December 27, 2024

সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ক.) ওরশ শরীফ শুরু, কাল আখেরী মুনাজাত

ফটিকছড়ি প্রতিনিধি: সুন্নিয়ত ও ত্বরীকতের মহান দিক্পাল, ইমামে আহলে সুন্নাত, শায়খুল ইসলাম হযরতুল আল্লামা শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) দু’দিনব্যাপী ওরশ শরীফ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে শুরু হয়েছে কাল শুক্রবার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এ বুজুর্গ মহাসূফীসাধকের ওরশ শরীফকে কেন্দ্র করে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে শতশত যানবাহন নিয়ে লাখো ভক্ত-জনতা ইতিমধ্যে মাইজভাণ্ডার দরবার শরীফে সমবেত হয়েছে। ভক্ত-জনতার রওজা জিয়ারত, নিজের পাপ

মোচন ও মনোবাসনাপূর্ণে আল্লাহর দরবারে ফরিয়াদ, জিকির-আযকার এবং ছেমা-কাওয়ালিতে সমগ্র দরবার শরীফে বেহেস্তি আমেজ বিরাজ করছে। ওরশ শরীফকে কেন্দ্র করে বিশাল এলাকায় বসেছে মেলা। মেলায় মৌসুমী দোকানীরা বিভিন্ন পসরা সাজিয়ে ক্রেতা আকর্ষণে হাক-ডাক করছে। বিকি-কিনিও চলছে হরদম। শুক্রবার ওরশ শরীফের শেষ দিনে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় নতুন গিলাফ চড়ানো, হুজুর কেবলার ইমামতিতে পবিত্র জুমার নামাজ আদায়, আলোচনা, ওয়াজ ও মিলাদ মাহফিল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post