সৈয়দ মওলানা আতা-উর রহমান ঈছপুরী আল হাসানী আল মাইজভাণ্ডারী আর নেই

ফটিকছড়ি প্রতিনিধি: খলিফায়ে গাউসুল আজম হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুস সালাম ইছাপুরী( রহ.) এর ছোট শাহজাদা সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সৈয়দ মওলানা আতা-

নিখোঁজের ২৮ দিন পর রাঙ্গুনিয়ায় ট্রাক চালকের লাশ উদ্ধার
গাউসুল আযম মাইজভাণ্ডারীর ১১৬তম উরসের প্রশাসনিক সমন্বয় সভা
ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবীতে ফটিকছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফটিকছড়ি প্রতিনিধি: খলিফায়ে গাউসুল আজম হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুস সালাম ইছাপুরী( রহ.) এর ছোট শাহজাদা সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সৈয়দ মওলানা আতা-উর রহমান ঈছপুরী আল হাসানী আল মাইজভাণ্ডারী ১৯ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। আজ বাদে আছর ফটিকছড়ি নানুপুর হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুস সালাম ইছাপুরী( রহ.) এর রওজা শরীফ প্রাঙ্গণে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।