সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি

ঢাকা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নে সোমবার থেকে ফরম বিক্রি শুরু করবে বিএনপি। শনিবার বিকেল ৫টায় নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে

হুমকির মুখে অনলাইন গণমাধ্যম শিল্প : ঝুলছে নিবন্ধন প্রক্রিয়া
নিখোঁজের ২৮ দিন পর রাঙ্গুনিয়ায় ট্রাক চালকের লাশ উদ্ধার
করোনায় প্রাথমিকের সাময়িক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

ঢাকা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নে সোমবার থেকে ফরম বিক্রি শুরু করবে বিএনপি। শনিবার বিকেল ৫টায় নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, ‘আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। সেই সাথে ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা’।

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি রিজভী বলেন, ‘বিএনপি কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার সেটি সবসময় রাখে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।