• June 22, 2024

সৌদি ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

পাহাড়ের আলো ডেক্স:

সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর উপ সর্বাধিনায়ক ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রেসিডেন্টসিয়াল প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংযুক্ত আরব আমিরাতের বাদশা শেখ মোহাম্মদ বিন সুলতান আল নাহিনারেন এর সঙ্গে তোলা ছবি ক্রাউন প্রিন্সকে উপহার দেন।

জাতীয় প্রদর্শন কেন্দ্রে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি আল বাহার প্যালেসে ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী, ক্রাউন প্রিন্সের মা শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণের অংশ হিসেবে দুই দেশের মধ্যে রবিবার বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে চারটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post