সৌর বিদ্যুতে আলোকিত রামগড় পৌর ওয়ার্ড

সৌর বিদ্যুতে আলোকিত রামগড় পৌর ওয়ার্ড

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে রামগড় পৌরসভার ৯টি ওয়ার্ড। রামগড় পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে সৌর বিদ্যুতায়িত সড়ক

মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও সংবর্ধনা
শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন -সেতুমন্ত্রী
চার বীর কন্যাদের সাথে স্কুল  ছাত্র-ছাত্রীদের হয়ে গেলো ব্যতিক্রমী  “মিট দ্যা প্রাইড” 

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে রামগড় পৌরসভার ৯টি ওয়ার্ড। রামগড় পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি।

পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে উচ্চ ক্ষমতাসম্পূর্ণ ১৪৯টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন করা হচ্ছে।

১৮ ডিসেম্বর রোববার সকাল ৯টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের সোনাইপুল ও সদুকার্বারীপাড়া এলাকায় সূচনার মাধ্যমে প্রকল্পটি উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ রফিকুল আলম।

সংশিলষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে রামগড় পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন ‘গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে রামগড় পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে দুই কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার বাজার, সড়ক, মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানের মত জনগুরুত্বপূর্ণ স্থানে ১৬৫ ওয়াটের সৌর প্যানেলের সাথে ৩০ ওয়াট ক্ষমতা সম্পন্ন ১৪৯টি সড়ক বাতি স্থাপন করা হচ্ছে ।

পৌর মেয়র মোহাম্মদ রফিকুল আলম এ প্রতিনিধিকে বলেন, ‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সড়কে সৌরবাতির মাধ্যমে আলোর ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকায় এ নবায়ন যোগ্য পরিবেশ সম্মত সৌর বিদ্যুতায়িত বাতি স্থাপন চলমান রয়েছে।

এসময় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী – শ্যামল ত্রিপুরা, পৌর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।