• February 13, 2025

স্বনির্ভরে হতাহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি: আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়িতে স্বনির্ভর বাজারে বিবাদমান দুই পাহাড়ি গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে হতাহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত শনিবার সকালে আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে বিবাদমান দুই পাহাড়ি গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে ৬জন নিহত ও তিন জন আহত হয়। নিহতরা হলেন, ইউপিডিএফ(প্রসীত) গ্রুপ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সভাপতি তপন চাকমা, সহ-সম্পাদক এল্টন চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি পলাশ চাকমা, রূপম চাকমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ধীরাজ চাকমা, ও মহালছড়ি উপজেলার স্বাস্থ্য সহকারী জিতায়ন চাকমা। একই দিন বেলা ১০টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেড়াছড়া এলাকায় পৃথক গুলি বিনিময়রে ঘটনায় আরও ৪জন আহত হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post