Homeস্লাইড নিউজশিরোনাম

স্বাধীনতা দিবসে লক্ষ্মীছড়ি জোনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ২৬ মার্চ মহা

খাগড়াছড়িতে কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা
রাধা কৃষ্ণ মন্দিরে আগত পুণ্যার্থীদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করলো মহালছড়ি জোন
খাগড়াছড়িতে স্কাউট অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীছড়ি জোন সদরে এ আয়োজন করা হয়।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জান্নাতুল ফেরদৌস এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। কয়েক প্রজন্ম গেলে হয়তা তাঁদের আর আমরা পাবো না। দেশমাতৃকার স্বাধীনতা রক্ষার জন্য যে অবদান মুক্তিযোদ্ধারা রেখে গেছেন তা কখনো ভুলে যাবার নয়, উল্লেখ করে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সব সময় যেন যার যার অবস্থান থেকে পাশে থাকতে পারি সেই আহবান জানান জোন কমান্ডার। পরে লক্ষ্মীছড়ি উপজেরার ১২জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা পুরস্কার তুলে দেন জোন কমান্ডার। এ সময় মেজর ওয়ালীসহ পদস্থ্য সেনা অফিসার, সুশীল সমাজেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিদথিরা প্রীতি ভোজে অংশ নেন।

এর আগে ২৫ মার্চ গণ হত্যা দিবস উপলক্ষে সেনাবাহিনী পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।