স্বাস্থ্য বিধি না মানায় মানিকছড়িতে জরিমানা
মানিকছড়ি প্রতিনিধি: করোনার চলমান লকডাউনে সরকারী বিধিনিষেধ অমান্য করা, স্বাস্থ্যবিধি না মানা ও মাক্স পরিধান না করে অবাধে ঘুরাফিরা করায় মানিকছড়িতে ৩ দিনে ২৭টি মামলায় ৩ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত চলমান লকডাউনে উপজেলার বিভিন্ন হাটবাজার, লোকালয়ে স্বাস্থ্যবিধি না মানা, মাক্স পরিধান না করায় ১-৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ২৭ টি মামলায় ৩ হাজার ৭ শ টাকা অর্থদন্ড দিয়েছেন।
করোনায় স্বাস্থ্যবিধি অমান্য করলে নিয়মিত অভিযান চলবে বলে নিশ্চিত করেন তামান্না মাহমুদ।