• July 17, 2024

সড়কেই প্রাণ হারালো মামা ভাগিনাসহ ৩ জন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বালুছড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১টার দিকে বালুছড়া মিলেরকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাসেদুল আলম (২৮), সোহেল সিকদার নান্টু(৩০) ও মো. হায়দার চৌধুরী (রাকিব)। এদের মধ্যে রাকিব সরকারী ওমরগনি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে। নিহত হেলালের বাড়ী রাউজান হলুদিয়ায়য়। জাসেদ ও রাকিবের বাড়ি ফটিকছড়ির ধর্মপুর এলাকায়। বয়োজিদ বোস্তামী থানার এস আই নূরুল ইসলাম ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, রাত পৌনে একটার দিকে বালুছড়া এলাকায় নগরী থেকে শহরমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার (চট্টগ্রাম-থ ১১০৮৯৮) সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। আহত হন চালকসহ আরও ২ জন। ঘটনার পরপরই আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।তারা হাটহাজারী আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নগরীতে ফিরছিল বলে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post