• July 27, 2024

সড়ক দূর্ঘটনায় আহত রোকনের পাশে ইউপি সদস্য হানিফ

 সড়ক দূর্ঘটনায় আহত রোকনের পাশে ইউপি সদস্য হানিফ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: সড়ক দূর্ঘটনার আহত হয়ে অর্থ সংকটে চিকিৎসা করাতে না পারা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ইউনিয়নের পাঞ্জারাম পাড়া (বটতল) এলাকার বাসিন্দা অটো রিকসা চালক মো. রোকন উদ্দিনের পাশে দাড়িয়েছেন ইউপি সদস্য মো. হামিফ মিয়া। রোববার (৪ জুন) বিকেলে রোকন উদ্দিনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন তার হাতে।

গত ১৪ই ফেব্রুয়ারী সড়ক দূর্ঘটনার একটি পা ভেঙ্গে যায় অটো রিকসা চালক হত-দরিদ্র মো. রোকন উদ্দিনের। দীর্ঘ ৪ মাস দেশের বিভিন্ন নামি দামি হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে দেড় লক্ষাধিক টাকা খোয়ালেও এখনো সুস্থ হননি হত-দরিদ্র রোকন উদ্দিন। আর চিকিৎসার খরচ জোগাতে নিতে হয়েছে কর্জ, মোটা অংকের ঋণ ও সুদের অর্থ। যার ফলে এখন প্রায় নিঃস্ব হয়ে ছোট্ট দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে রোকন উদ্দিনের।

এবিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর অনেকেই এগিয়ে আসলেও যৎসামান্য সহয়তায় অপরিবর্তিত রয়ে যায় রোকন উদ্দিনের চিকিৎসা কার্যক্রম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post