• December 1, 2024

হাজারো ভক্ত সমাগমে মানিকছড়িতে শংকর মঠ ও মিশনের শ্রী শ্রী বিশ^শান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : হাজারো ভক্ত সমাগমে মানিকছড়িতে ১০ এপ্রিল বুধবার শংকর মঠ মিশনের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আয়োজিত শ্রী শ্রী বিশ^শান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত। এসময় গীতাযজ্ঞ অনুষ্ঠানে পৌরহিত করেন শংকর মঠ ও মিশন শীতাকুন্ডের অধ্যক্ষ শ্রী শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গীরি মহারাজ, গীতাযজ্ঞ পাঠ করেন মুক্তানন্দ মহারাজ,সন্তোষ নন্দ গিড়ি মহারাজ,রামনন্দ গিড়ি মহারাজ,প্রনবানন্দ গিড়ি মহারাজ,উত্তমানন্দ গিড়ি মহারাজ। এসময় অনুষ্ঠানে মানিকছড়ি শংকর মঠ ও মিশনে সভাপতি বাহাদুর কর্মকার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদেন মানিকছড়ি উপজেলা আওয়মীলীগের সভাপতি জয়নাল আবেদীন,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা যুবলীগ নেতা সামায়ুন ফরাজী সামু,জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম,সনাতন সমাজ কল্যান পরিষদে কেন্দ্রীয় কমিটির সম্পাদক সজল বরণ সেন,বিশিষ্ট ব্যবসায় রুপেন পাল, ডা.অমর দত্ত,ডা.দীপন কর্মকার ও মানিকছড়ি গিড়ি মৈত্রী কলেজের প্রভাষক প্রফেসর মো.মনিক হোসেন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন মিন্টু মারমা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post