• February 19, 2025

হামে আক্রান্তদের পুষ্টিযুক্ত খাদ্যসামগ্রী বিতরণ মাটিরাঙ্গায়

নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, সরকারিভাবে প্রদত্ত সবগুলো টিকা না দেওয়ার ফলে এ এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ।
তিনি মাটিরাঙ্গা ইউনিয়নের দুর্গম জনপদ তৈকাতাং এলাকায় বসবাসরত জনগোষ্ঠির শিশুদের সময়মত সবগুলো টিকা গ্রহন করতে হবে মন্তব্য করে দেশব্যপি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান। এ সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীনদের জন্য বরাদ্ধকৃত খাদ্যসামগ্রী বিতরণের পর সবাইকে সরকারের নির্দেশনা মেনে নিজ নিজ বাড়ীতে অবস্থান করার আহবান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা ইউনিয়নের তৈকাতাং এলাকায় হামে আক্রান্ত শিশুদের পরিবার ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এ সব কথা বলেন।
মাটিরাঙ্গা ইউনিয়নে সহায়তায় উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের অর্থায়নে হামে আক্রান্ত ২১ পরিবারকে পুষ্টিযুক্ত খাদ্যসামগ্রী ও করোনার প্রাদুভাবে কর্মহীন হওয়া প্রায় ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post