হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যানের মাতা হোসনে আরা বেগম আর নেই
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরীর মাতা হোসনে আরা বেগম (৮০) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। বুধবার বিকাল ৩টায় হারুয়ালছড়িস্থ ফকিরপাড়া ঈদগাঁ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৮ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে ইকবাল চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান জানে আলম গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।