• July 27, 2024

হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট: রাঙামাটির বিলাইছড়িতে এক মারমা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা। ২৩ জানুয়ারি হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুই চাকমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেসবার্তায় এ খবর দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয় মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০১৮) বেলা ২.৩০টার সময় খাগড়াছড়ি সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভরে শহীদ অমর বিকাশ সড়কে গিয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

হিল উইমেন্স ফেডারেশন-এর খাগড়াছড়ি মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক এন্টি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন-এর খাগড়াছড়ি জেলা সভাপতি দ্বিতীয়া চাকমা।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে অঘোষিত সেনাশাসন পাহাড়িদের জীবনকে অতিষ্ট করে তুলেছে। বক্তারা অবিলম্বে মারমা কিশোরীকে ধর্ষণের সাথে জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।-প্রেস বিজ্ঞপ্তি

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post