হেয়াকোঁ বিজিবি’র অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ কাঠ আটক

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অবৈধ ভাবে পাচার কালে ৪ শত ৫ ফুট সেগুন ও গামারী গাছ ভর্তি একটি ট্রাক আটক করেছে হেয়াকোঁ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আট

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ ১০ পৌষ উপলক্ষে জশনে জুলুস
ফটিকছড়ির ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত
ফটিকছড়ির ধুরুং খালে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অবৈধ ভাবে পাচার কালে ৪ শত ৫ ফুট সেগুন ও গামারী গাছ ভর্তি একটি ট্রাক আটক করেছে হেয়াকোঁ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় ৫৮ লক্ষ টাকা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার হেয়াকোঁ-করালহাট সড়কের বালুটিলা এলাকা হতে অবধৈ কাঠ বোঝায় ট্রাক (ফেনী-ট-১১-০৫৬৫) কে আটক করে।

জানা গেছে, হেয়াকোঁ টহল কমান্ডার সুবেদার মো: মোস্তফা কবির এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হেয়াকোঁ বিজিবি’র নিজস্ব গোয়েন্দা মো: সোহেল রানা ও মো: সাজেদুলের সহযোগিতায় ওই অবৈধ কাঠ বোঝায় ট্রাক আটক করে।

বিষয়টি নিশ্চিত করে হেয়াকোঁ টহল কমান্ডার সুবেদার মো: মোস্তফা কবির জানান, বালুটিলা এলাকায় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অবৈধ কাঠ পাচারকারীরা ট্রাকভর্তি কাঠ রাখে পালিয়ে যায়। ট্রাকে থাকা সেগুন ও গামারী গাছের প্রায় ৪শত ৫ ফুট গোল কাঠ উদ্ধার করে মামলা দায়ের করি। তিনি আরো বলেন, পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।