• December 12, 2024

হোসাইন তৌফিক ইফতেখার সম্পাদনায় বাজারে আসছে ‘চট্টগ্রাম প্রতিদিন’

ষ্টাফ রিপোর্টার: বাজারে আসছে আরো একটি আঞ্চলিক দৈনিক। চট্টগ্রাম প্রতিদিন নামের নতুন এই পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়েছেন মেধাবী সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখার। তিনি ইতিপূর্বে প্রথম আলো, সমকাল, সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পত্রিকাটির প্রকাশক হিসাবে আছেন সাংবাদিক আয়ান শর্মা। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন গোলাম মাওলা মুরাদ। এছাড়া বার্তা বিভাগে যোগ দিয়েছেন শামসুল হুদা মিন্টু, ইসমত মর্জিদা ইতি, ফারুক মুনীর, মোহাম্মদ আলী, শাহাদাত চৌধুরী, জাহাঙ্গীর আলম শুভ, এহসান আল কুতুবী, শাহাদাত হোসেন, শারমিন রিমা, আদর শর্মা, চৌধুরী মাহবুবুল আলম, হাসান উদ্দিন, আরিফুল হক, সেলিম উদ্দিনসহ এক ঝাঁক তরুণ মুখ।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে পত্রিকাটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পত্রিকার বার্তা বিভাগের সাংবাদিক ও বিভিন্ন জেলা- উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার ও প্রকাশক আয়ান শর্মা ছাড়াও বক্তৃতা করেন দৈনিক জনকণ্ঠের উপ সম্পাদক মোয়াজ্জেমুল হক, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদকমন্ডলীর সভাপতি ক্যা শ্লে হ্লা, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, উপদেষ্টা অদুল চৌধুরী, দৈনিক জাগরণ এর নির্বাহী সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী,  দৈনিক দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রতিদিনের নির্বাহী সম্পাদক গোলাম মাওলা মুরাদ, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, চট্টগ্রাম প্রতিদিনের সংযুক্ত সম্পাদক অসিত সেন, ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী, উপদেষ্টা আবু তালেব সিদ্দিক, উপদেষ্টা আহসানুল করিম, চট্টগ্রাম প্রতিদিন বিশেষ প্রতিনিধি তামজিদ হোসেন লিপু প্রমুখ।

পত্রিকার নানাদিক তুলে ধরে সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার বলেন, চট্টগ্রাম প্রতিদিন হবে সত্যিকার অর্থে পাঠকের ঠিকানা। ঠিক এতদিন ধরে পাঠকেরা যে পত্রিকাটি খুঁজছেন আমরা সেভাবে সাজাতে চাই। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন সব খবর পাবেন। তিনি শিগগিরই পত্রিকাটি বাজারে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post