খাগড়াছড়িতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচারণামূলক সেমিনার
খাগড়াছড়ি প্রতিনিধি: ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচারণামূলক সেমিনার আজ সোমবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের জেলা প্রশাসক জুম এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম,সহকারী কমিশনার (ভুমি) রাবেয়া আসফার সায়মা,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জনশক্তি কর্মসংস্থান কর্মকর্তা নিহার কান্তি খীসা। বক্তব্য রাখেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোহেল হোসাইন, সাংবাদিক কাকন আচার্য প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস বলেন,করোনাকালেও প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স এর কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। তাদের এ অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাই সরকার চাকরির জন্য বিদেশ গমনকারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষনের পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে।
করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে আয়োজিত সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।