১নং মেরুং ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
দীঘিনালা: খাগড়ছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরের ১ কোটি ৩৮ লক্ষ ৮২ হাজার ৯৩০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০মে) সকালে মেরুং ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব চন্দ্র শেখর চাকমা‘র সঞ্চালনায় ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন‘র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগরে সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ আবুল হাসেম,সংরক্ষিত নারী ইউপি সদস্য কনিকা চাকমা, মোছাঃ হাবিবা খাতুন, মিনা দেবী চাকমা, ইউপি সদস্য ১নং ওয়ার্ড় গণেশ চন্দ্র ত্রিপুরা, ২নং ওয়ার্ড় গণশ্যাম ত্রিপুরা মানিক, ৩নং ওয়ার্ড় মোঃ হেলাল উদ্দিন প্রমূখ।এছাড়া অত্র ইউপির গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও আতœ-কর্মসংস্থান সৃজনের জন্য মানব সম্পদ উন্নয়ন, কৃষি , সুপেয় পানি সরবরাহ ও শিক্ষা খাতে প্রধান্য দেয়া।
সর্বমোট ১ কোটি ৩৯ লক্ষ ১০ হাজার ৬ শত ৪৫ টাকার আয়ের মধ্যে ১ কোটি ৩৮ লক্ষ ৮২হাজার ৯শত ৩০টাকার ব্যয় ধরা হয়েছে।