২৩তম শান্তিচুক্তি দিবস উপলক্ষে মহালছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ২৩ তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে মেডিকেল সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। ২ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টায় মহ

মাটিরাঙ্গায় সংঘর্ষে নিহতের সংখ্যা ৬, আটক ২, তদন্ত কমিটি গঠন, বিজিবির দাবি অনাকংখিত ঘটনা
খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রট’র গাড়ীর ধাক্কায় শিশু’র মৃত্যু
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী সামছুল হক বিজয়ী, কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ২৩ তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে মেডিকেল সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

২ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সামগ্রীসহ অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান, পিএসসি। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আরো মহালছড়ি উপজেলা পরিষদ, মহালছড়ি বাজার কমিটি, কাঠ ব্যবসায়ী সমিতি, মহালছড়ি ইউনিয়ন পরিষদসহ যৌথভাবে ৪টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেডিকেল সামগ্রী বিতরনকালে জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান বলেন, ২৩তম শান্তি চুক্তি উপলক্ষে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে সকলের চিকিৎসার সুবিধার্থে মেডিকেল সামগ্রী বিতরনের উদ্যেগ গ্রহন করা হয়। নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনী জনসেবামূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছে।

উল্লেখ্য, পার্বত্যচট্টগ্রামে তৎকালীন শান্তিবাহিনী ( জেএসএস)’র সাথে বাংলাদেশ সরকারের সাথে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি সম্পাদিত হয়।