• January 16, 2025

২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

 ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী
খাগড়াছড়ি প্রতিনিধি: কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো রিজিয়ন সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব। দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুনের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রিজিয়ন কমান্ডার।
এসময় তিনি বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যন অংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, ডিজিএফআই খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসস্তিয়াক আহম্মেদ, বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল কর্নেল আব্দুল মালেক, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাউদ্দিন নয়ন, ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক, ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো: জাহাংগীর আলম, ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মঞ্জুরুল কবির’ ‘সহ বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post