• June 16, 2025

৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: কেক কাটা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পালিত হলো ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আনিছ, গুইমারা রিজিয়নস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) অধিনায়ক মেজর এস.এম ফাহিদ আরেফিন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র মোঃ সামছুল হক’সহ উপজেলার বিভিন্ন ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি ও সামরিক পদস্থ কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ময়মনসিং সেনানিবাসে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর যাত্রা শুরু হয়। বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহাম্মেদ ৩০ফিল্ড রেজিমেন্টে সামরিক জীবনের যাত্রা শুরু করেন এবং এ ইউনিটের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post