৩৬ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

Homeস্লাইড নিউজশিরোনাম

৩৬ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২২ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। সে প্রেক্ষিতে ৩৬ আনসার ব্যাটালিয়ন

টিপু হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ
মুবাছড়ি ইউনিয়নে পুষ্টি বিষয়ক বার্ষিক কর্ম পরিকল্পনা ও বাজেট বিশ্লেষণ সভা
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী সামছুল হক বিজয়ী, কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২২ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। সে প্রেক্ষিতে ৩৬ আনসার ব্যাটালিয়ন, লংগদু, রাঙ্গামাটি সদর দপ্তরে বৃক্ষরোপন কর্মসূচি (২য় ধাপ) অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে ২৬ অক্টোবর ২০২২ বুধবার ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির প্রায় একশত গাছের চারা ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন জায়গায় রোপন করা হয়। বৃক্ষরোপন অভিযান-২০২২ পালনকালে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।