• July 27, 2024

৩ বাঙ্গালি ব্যবসায়ী উদ্ধার না হলে সোমবার হরতাল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি থেকে নিখোঁজ হওয়া তিন বাঙ্গালী  যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবারের সদস্যরা। ২১ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনে নিখোঁজ যুবক বাহার মিয়ার স্ত্রী তহুরা বেগম ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার সভাপতি লোকমান হোসাইন বক্তব্য রাখেন।

বক্তারা, জেলার মাটিরাঙার ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী ও গাড়ী চালক তিন যুবককে অক্ষতাবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। আগামী রোববারের মধ্যে নিখোঁজ তিন যুবকের সন্ধান দিতে প্রশাসন ব্যর্থ হলে সোমবার খাগড়াছড়ি জেলা সকাল সন্ধ্যা হরতাল পালনের আল্টিমেটাম দিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। সংবাদ সম্মেলনে নিখোঁজ তিন যুবকের স্বজনরা উপস্থিত ছিলেন।

গত ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙা উপজেলার তিন যুবক। নিখোঁজের ৬দিন অতিবাহিত হলেও তাদের কোন সন্ধান মেলেনি এখনো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post