• July 27, 2024

৩ ব্যাবসায়ীকে উদ্ধারের দাবিতে হরতালে বন্ধ মাটিরাঙ্গার দোকান পাট ও সড়ক যোগাযোগ

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা:  গত ১৬ এপ্রিল পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক মাটিরাঙ্গার ৩ বাঙ্গালী ব্যবসায়ী অপহরণের প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ( পিবিসিপি)‘র ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে খাগড়াছড়ি ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি ঢাকা ও চট্টগ্রাম গামী দুর-পাল্লার কোন যানবাহনের।
হরতালের সমর্থনে মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে ব্যপক পিকেটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাযনি। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে টহল দিতে দেখা গেছে সার্বক্ষনিক। তবে রাতে ঢাকা থেকে চেড়ে আসা দুর পাল্লার গাড়ীগুলো প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি পৌছে দেয়া হয়েছে। এছাড়া শহরের দোকান পাট বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ যানবাহনও চলাচল বন্ধ রয়েছে।
এ প্রতিবেদন লেখার সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, কোথাও কোন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। শান্তিপুর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post