৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলার ৪ নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। যোগাযোগ, সুপেয় পানি ও সোলার স্থাপন খাতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন ও রাজস্ব খাত মিলে ৫৯ লাখ ৩৮ হাজার ৩২৪ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে উপস্থিত জনতা বাজেটের ওপর আলোচনায় অংশ নেন।
দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সৈয়দ শামছুল তাবরীজ।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মো: জাকারিয়া, ইউনিয়ন পরিষদের সচিব প্রভা রঞ্জন চাকমা, সাংবাদিক আবু দাউদ, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা প্রমূখ বক্তব্য রাখেন।