৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেমিনার
স্টাফ রিপোর্টার: ‘যদিও মানছি দূরুত্ব, তবুও আছি সংযুক্ত’ এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার এর আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার এর আয়োজন করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি প্রোগ্রামার মো: নুরুল আমিন।
বক্তারা অফিস-আদালতসহ সকল ক্ষেত্রে ডিজিটালের অগ্রগতি ও নানা সুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন।