রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩ বিজিবি রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝ
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩ বিজিবি রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া উপকরণ সামগ্রী বিতরণ প্রসংগে খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে রামগড় জোন কর্তৃক ২৩ জুলাই ২০২৩ তারিখে ক্রীড়া উপকরণ সামগ্রী (ক্রিকেট, ফুটবল এবং ভলিবল) বিতরণ করা হয়।
লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+, জোন কমান্ডার, রামগড় জোন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রীড়া সামগ্রী কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলেদেন। প্রধান অতিথি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্কুলসমূহের সার্বিক মান উন্নয়নের লক্ষে রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে যা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।