• December 10, 2024

৫ দিন ধরে নিখোঁজ ফটিকছড়ির সুয়াবিলের ব্যবসায়ী মান্নান

ফটিকছড়ি প্রতিনিধি: ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে অাব্দুল মান্নান (২৫) নামের ফটিকছির এক খামার ব্যবসায়ী। তিনি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিলের ১ নং ওয়ার্ডের তৈয়বিয়া পাড়ার মৃত নুরুল অালমের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে গরুর খামারের জন্য কার্পেট ও ড্রাম ক্রয় করতে মান্নান চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ দুপুর ১ টার দিকে তার বোনোর সাথে মোবাইলে কথা হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবে তার ফোনের হোয়াটস অ্যাপ ও ইমু খোলা রয়েছে। নিখোঁজ মান্নানের বড় ভাই বেলাল বলেন, ‘সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নেওয়া হয়েছে, কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায়নি। তার ফোনের হোয়াট’স অ্যাপ, ইমু’তে বার্তা পাঠালে কেউ তা দেখছে, কিন্তু কোন রিপ্লে পাওয়া যাচ্ছেনা।’

এ ঘটনায় নিখোঁজ অাব্দুল মান্নানের ভাই এরশাদ বাদী হয়ে ভূজপুর থানা ও র‌্যাব ৭ এ পৃথক পৃথক সাধারণ ডায়েরী অন্তর্ভূক্ত করেছেন।  এ ব্যাপারে র‌্যাব ৭ এর এস. অাই সনজিত এর সাথে কথা হলে তিনি বলেন, ‘নিখোঁজের অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। নিখোঁজ অাব্দুল মান্নানকে উদ্ধারের চেষ্টা চলছে।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post