৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা
খাগড়াছড়ি প্রতিনিধি: ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ উপলক্ষে খাগড়াছড়িতে র্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে।
৭ই মার্চ ২০১৯খ্রি. বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা সদর উপজেলার নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি বাবু রণ বিক্রম ত্রিপুরার নেতৃত্বে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলস্থ জাতির জনক বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠন।
পরে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়ন সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ৭ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু ভাষনের যে তাৎপর্য তা মনে রেখে সকলকে সামনের দিকে অগ্রসর হওয়ার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, পাজেপ সদস্য জাহেদুল আলম, পাজেপ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম (দিদার), সদর উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি শানে আলম, সদর উপজেলার যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।