• January 14, 2025

৭মার্চ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা

রাঙ্গামাটি প্রতিনিধি: ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে রাঙামাটিতে আনন্দ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭মাচর্) বিকেলে শহরের তবলছড়ি এলাকা থেকে আ’লীগের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আ’লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি পরবর্তী জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মুছা মাতব্বরসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চ এর ভাষণ বাঙালী জাতির মুক্তির সনদ। বঙ্গবন্ধু কর্তৃক ৭মার্চ ভাষণের পর থেকে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য জেগে উঠে। বাঙালী জাতি সেই ভাষণের পর থেকে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে। এদিকে সকালে সংগঠনটি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post