• July 27, 2024

৮ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা, এম.পি

 ৮ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা, এম.পি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত একাডেমিক ভবনের  উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর রোববার দুপুরের দিকে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

একই সাথে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয়, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সী আবদুর রউফ উচ্চ বিদ্যালয়, চুংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনসহ মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post