• November 22, 2024

অতিরিক্ত মুল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

 অতিরিক্ত মুল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয়ের অভিযোগে ১২ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৩ লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১১ ডিসেম্বর সোমবার দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এর নেতৃত্বে রামগড় বাজার ও সোনাইপুল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ক্রয় মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রয় করছিল অসাধু ব্যবসায়ীরা। বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

রামগড় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুন বেশী দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ” কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী খুচরা- পাইকারি ১২ জন বিক্রেতাকে ৩ লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post