অপহৃত ৩ ব্যবসায়ী উদ্ধার না হলে ফের বৃহস্পতিবার হরতাল
স্টাফ রিপোর্টার: আগামী বুধবারের মধ্যে অপহৃত ৩ বাঙ্গালি ব্যবসায়ী উদ্ধার না হলে ফের আগামী বৃহস্পতিবার হরতালের কর্মসূচি দিয়েছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ। গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়ি থেকে নিখোঁজ হওয়া মাটিরাঙ্গার তিন কাঠ ব্যবসায়ীকে আগামী বুধবারের মধ্যে প্রশাসন উদ্ধারে ব্যর্থ হলে আগামী বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা সকাল সন্ধ্যা অবরোধ পালনের আল্টিমেটাম দিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। উপজাতীয় সন্ত্রাসীগোষ্ঠী কতৃক অপহরণের পর গত ৮ দিন পেরিয়ে গেলেও অপহৃতদের কোন সন্দান দিতে পারেনি কেউ এমনকি প্রশাসনও তাদের উদ্ধারে ব্যর্থ।
এমতাবস্থায় গত সোমবার খাগড়াছড়িতে সর্বাতœক হরতাল পালন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, হরতালে পূর্নসমর্থন দিয়ে স্বতস্ফুর্ত হরতাল পালন করেছে খাগড়াছড়িবাসী। এদিকে অপহৃতদের সুস্থ্য ও অক্ষত অবস্থায় উদ্ধারে আবারো প্রশাসনকে ৭২ ঘন্টা সময় বেধেঁ দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। বেধেঁ দেওয়া সময়ের মধ্যে অপহৃতদের উদ্ধারে প্রশাসন ব্যর্থ হলে আগামী ২৬ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাত ফরাজী সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী প্রশাসনের এহেন নিষ্ক্রিয় দুর্বলতার সুযোগ নিয়ে অত্র অঞ্চলে সাধারণ বাঙ্গালীদের পাশাপাশি সাধারণ উপজাতি হত্যা, ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি দিন দিন অতিমাত্রায় ক্রমান্বয়ে বেড়েই চলছে বলে উদ্ধেগ প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙা উপজেলার তিন কাঠ ব্যবসায়ী। নিখোঁজের ৮ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।