স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারার যুবক সজীব চাকমা (৩১) প্রেমে পড়েছেন চান্দিনার মুসলিম কিশোরী মর্জিনা আক্তারের (১৫)। সাত মাস ধরে তাদের মধ্যে এই প্রেমের সম্পর্ক। যা অকপটে স্বীকার করলেন ছেলে মেয়ে দুজনই। এই নিয়ে পাহাড়ি-বাঙালি কিংবা চাকমা-মুসলিম ইস্যু তৈরির অপচেষ্টা চালাতে পারেনি অতি উৎসাহী মহল।
প্রেমের সম্পর্কের সূত্রে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মর্জিনা আক্তারকে নিজের এলাকা গুইমারার বটথলী এলাকায় বেড়াতে যান প্রেমিক সজীব চাকমা। মুসলিম পোশাকে চাকমা যুবকের সাথে কিশোরীকে দেখে এলাকার লোকেরা প্রথমে সন্দেহ ও সাম্প্রদায়িক জটিলতা তৈরি হতে পারে ভেবে তাদেরকে নিয়ে যাওয়া হয় গুইমারা থানায়।
থানা পুলিশ প্রেমিক-প্রেমিকার অভিভাবকদের থানায় ডেকে আনেন এবং তাদের প্রেমের বিষয়টি জানানো হয়। এ নিয়ে অভিভাবকরা কোনো আপত্তি বা মালমা না করায় ছেলে ও মেয়েকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। কিশোরীর দাবি, বিয়ের প্রতিশ্রিতিতেই উভয়ের মধ্যে এই প্রেমের সম্পর্ক। যা অকপটে স্বীকার করেন চাকমা যুবক সজীব চাকমা।
উল্লেখ্য, মুসলিম কিশোরী মর্জিনা আক্তারের পিতার নাম শাহজালাল। তিনি চান্দিনা থানার বাসিন্দা। আর প্রেমিক যুবক সজীব চাকমার পিতার নাম চিন্তামনি চাকমা। তিনি গুইমারার মোহন্যা কারবাড়ি পাড়া বাসিন্দা।